x264 a amazing video encoder

H.264 বা MPEG-4 Part 10 হচ্ছে একটি অসাধারন ভিডিও কমপ্রেশন ফরমেট । এটি এমপিইজি – ২ থেকে অনেক স্বল্প বিটরেটেও এমপিইজি ২ মানের অর্থাৎ ডিভিডি কোয়ালিটির কাছাকাছি মানের  ভিডিও প্রদর্শন করতে পারে। যেখানে ডিভিডির আকার কয়েক গিগাবাইট সেখানে  সেই ডিভিডিকে MPEG-4 ফরমেটে Ripping করলে এর ভিডিও সাইজ হবে ৩০০ – ৬৫০ মেগাবাইটের মত এনকোডিং সেটিং’স এর ভিত্তিতে।সম্প্রতি এডবি ফ্ল্যাশ প্লেয়ারেও H.264 সাপোর্ট দেয়া হয়েছে।এই ফরমেটটির জনপ্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কারন এটি ডিভিডি কোয়ালিটির সমমানের ভিডিও প্রদান করতে পারে কম বিটরেটে এবং ফাইল সাইজ স্বল্প আকারে হয় বলে। আমি টরেন্টে প্রায় ভিডিও ডাউনলোড করি তাই বলতে পারি যারা টরেন্টে ডিভিডি রিপড মূভি শেয়ার করে তাদের জন্য বর্তমানে অত্যন্ত জনপ্রিয় ফরমেট। ডিভিডি কে কমপ্রেস করে স্বল্প আকারে সংরক্ষনের জন্য Divx , xvid ইত্যাদি জনপ্রিয় হলেও H.264 বা MPEG-4 এর জায়গা ধীরে ধীরে দখল করে নিচ্ছে। এইতো কিছূদিন আগে হিমেশ রেশামিয়ার ফিল্ম AAP KA SUROOR (সাইটটিতে প্রথমে রেজিষ্টার করতে হবে টরেন্ট ডাউনলোডের জন্য) ডাউনলোড করলাম । এর কোয়ালিটি দেখে আমি অভিভূত, চমৎকৃত। বিশ্বাস না হলে আপনি টরেন্ট ডাউনলোড করে দেখতে পারেন।ডিভিডি ফিল্মটি  থেকে  এনকোড করা হয়েছিল x264 এনকোডার দিয়ে। আর শুধূ ভিডিও কোয়ালিটি থাকলেই তো হবেনা  অডিও কোয়ালিটিও ভালো হতে হবে । তাই অডিও এনকোডিং এর জন্য ব্যবহৃত হয় [url=http://www.apple.com/quicktime/technologies/aac/]Advanced Audio Coding (AAC)[/url] এনকোডিং method । এটি ডেভলপ করেছে MPEG group । এটি  AC3 ( বা Dolby Digital)  অডিওকে  এমন ভাবে  কমপ্রেস করে যাতে অডিও ফাইলের আকার ছোট হয় কিন্তু অডিও কোয়ালিটি থাকে অসাধারন মানের।ডাউনলোড

ওহ বলা হয়নি x264 হচ্ছে ভিডিওকে H.264/MPEG-4 ফরমেটে এনকোড করার জন্য free software library. যেটি জিপিএল লাইসেন্সের আওতায় বিনামূল্যে পাওয়া যায়।

বলে রাখি  x264 আর H.264 দুটো পুরোপুরি এক বিষয় নয় H.264 হচ্ছে স্টেন্ডার্ড MPEG-4 ভিডিও ফরমেট আর x264 হচ্ছে ভিডিওকে সেই ফরমেটে রুপান্তরিত করার একটি এনকোডার । আর এপিইজি ৪ এর ফাইল ফরমেট এরকম হতে পারে shrek3.mp4 বা shrek3.mkv

মূল সাইট : http://x264.nl/

videolan.org

তবে ডিভিডিকে x264 MPEG-4  এ এনকোড বা রিপিং করার জন্য একটি জনপ্রিয় GUI ফন্টএ্যান্ড হচ্ছে

meGUI ডাউনলোড

meGUI দিয়ে একটি ডিভিডি ভিডিওকে MP4 এর এনকোড করার জন্য এই টিউটোরিয়ালটি অনুসরন করুন

————————————- >>

x264-Megui Guide.zip – 1.89 MB

http://maxupload.com/3BAACE84

————————————- >>

এবার আসুন x264 এনকোডেড ভিডিওর কোয়ালিটির কিছু নমুনা দেখি । আমি স্ক্রিনশট দিচ্ছিঃ

Harry.Potter.And.The.Order.Of.The.Phoenix.2007.DVDRip.R5.PRO

http://www.demonoid.com/files/details/1350606/21639240/

 Media info:

[Codec] H264/AVC @ 710 Kbps
[Encoder] x264 MeGUI 0.2.4.1039
[Resolution] 720×288 @ A.R.2.55
Runtime] 138 min
[Size] 700 MB
Audio Codec] AAC  32 kbps

হিমেশ রেশামিয়ার
Aap Ka Suroor (2007) [x264/AAC]

http://exdesi.com/best-quality-aap-ka-t10093.html?p=65589

Media info:

Resulation: 640 X 304
Bitrate: 456 Kbps x264
FPS: 29.97 fps
Audio: 48 kbps ACC
Size:  Video : 405MB
Audio : 42.6MB

এ ফরমেটের ভিডিও যে সকল প্লেয়ার দিয়ে দেখা যাবে  VLC media player / KMPlayer

লিনাক্সে এই H.264 / MP4 ভিডিও তৈরী করার সফটওয়ার হচ্ছে Avidemux

এটি লিনাক্স উইন্ডোজ এবং ম্যাকের জন্য পাওয়া যায়। এর সাম্প্রতিক 2.4 Preview 2 ভার্সনে H.264 / MP4 ভিডিও ফরমেটের সাপোর্ট দেয়া হয়েছে।

Avidemux ওপেন করে কোন ভিডিও ওপেন করুন্ তার পর বামপাশে

Video: থেকে MPEG-4 AVC (x264) সিলেক্ট করুন।Configure এ ক্লিক করে প্রয়োজন মত কনফিগারেশন সেটকরুন। এবিষয়ে না জানা থাকলে করার দরকার নেই।

Audio: এখান থেকে ACC (FACC) সিলেক্ট করুন Configure এ ক্লিক করে Bitrate: এ মোটামুটি কোয়ালিটির জন্য 56 দিন তবে ভালো কোয়ালিটির সাউন্ডের জন্য 96 দিতে পারেন সেটিই যথেষ্ট।

এবার File > Save > Save video ক্লিক করে ভিডিওর নাম দিয়ে সাথে “.mp4″ এক্সটেনশন দিয়ে দিন তার পর Save এ ক্লিক করুন এনকোডিং শুরু হয়ে যাবে। এনকোডিং শেষ হলে মূল ভিডিওর ফাইল সাইজ আর mp4 ভিডিওর ফাইল সাইজ দেখুন। দুটো ভিডিওর কোয়ালিটি তুলনা করুন। mp4 ভিডিওর কোয়ালিটি আর সাইজ দেখে আপনি চমৎকৃত হবেন।

আর ডিভিডি ” .vob ” ফাইলকে Avidemux দিয়ে ওপেন করার পূর্বে ভিডিওকে DVD Decrypter 2 3 গাইড দিয়ে ডিক্রিপ্ট করে নিতে হবে। ডিক্রিপ্টেড ” .vob ” ফাইল টি আপনার হার্ডডিস্কে সেভ হবে । যেটির আকার একই থাকবে। এখন সেটি Avidemux থেকে ওপেন করতে পারেন

লিনাক্সের জন্য গাইড : Convert Movies (with subtitles) for Your PSP on Ubuntu – AVI/MKV/DVD to MP4/H.264/AAC

আর ভালো কথা ডিভিডি ভিডিও বা ভালো রেজুলেশনের ভিডিও যেমন ৬৪০ x ৪৮০ বা ৭২০ x ৪৮০ আকারের ভিডিওকে MP4 এ কনভার্ট করে ভালো ফলাফল পাবেন। তারচেয়ে কম রেজুলেশনের ভিডিওকে H.264 (MP4) এ কনভার্ট করা যুক্তিসঙ্গত নয়।